Chandrika Tandon | গ্র্যামি পেলেন ইন্ডিয়ান আমেরিকান সঙ্গীত শিল্পী, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদিকে !
Thursday, February 6 2025, 4:58 pm

ভারতীয় আমেরিকান কন্ঠ শিল্পী চন্দ্রিকা ট্যান্ডন গ্র্যামি পুরস্কারে অ্যালবাম ত্রিবেনীর জন্য সেরা নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামে পুরস্কৃত হয়েছেন। এই পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বার্তা পাঠান তিনি।
সম্প্রতি গ্র্যামি পেলেন ভারতীয় আমেরিকান কন্ঠ শিল্পী এবং ব্যবসায়ী চন্দ্রিকা ট্যান্ডন। তিনি তাঁর অ্যালবাম ত্রিবেনীর জন্য সেরা নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামে পুরস্কৃত হয়েছেন। আর পুরস্কার পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চন্দ্রিকা গ্র্যামি জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী X হ্যান্ডেলে তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ত্রিবেনী অ্যালবামের জন্য গ্র্যামি জেতার জন্য অনেক অনেক অভিনন্দন। একজন উদ্যোক্তা, সমাজসেবী এবং অবশ্যই একজন সঙ্গীতজ্ঞ হিসেবে আপনার কৃতিত্বের জন্য অনেক অনেক গর্বিত আমি।
- Related topics -
- বিনোদন
- নরেন্দ্র মোদি
- গ্র্যামি
- সঙ্গীতশিল্পী
- সমাজকর্মী
- সোশ্যাল মিডিয়া