Chandrika Tandon | গ্র্যামিতে সেরার সেরা ভারতীয় বংশোদ্ভূত! সংগীতশিল্পী চন্দ্রিকা টন্ডনের ‘ত্রিবেণী’ অ্যালবাম পেলো বিশেষ খেতাব

Monday, February 3 2025, 10:06 am
highlightKey Highlights

গ্র্যামি জিতলেন ৭০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সঙ্গীতশিল্পী চন্দ্রিকা টন্ডন।


গ্র্যামি জিতলেন ৭০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সঙ্গীতশিল্পী চন্দ্রিকা টন্ডন। চন্দ্রিকার ‘ত্রিবেণী’ অ্যালবামটি ‘বেস্ট নিউ এজ’, ‘অ্যাম্বিয়েন্ট’ এবং ‘চ্যান্ট অ্যালবাম’ ক্যাটিগরিতে সেরার সেরা খেতাব পেয়েছে। এর আগেও ২০১১ সালে তাঁর ‘ওম নমো নারায়ণা: সোল কল’ অ্যালবামটি ‘বেস্ট কনটেমপরারি ওয়ার্ল্ড মিউজ়িক অ্যালবাম’ ক্যাটিগরিতে নমিনেট হয়েছিল। তবে সে বছর পুরস্কার জিততে পারেননি চন্দ্রিকা। উল্লেখ্য, সংগীতশিল্পীর পাশাপাশি চন্দ্রিকা পেপসিকো সংস্থার প্রাক্তন সিইও ইন্দ্র নুয়ীয়ের দিদিও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File