ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপপ্রমোদ পটেল হলেন আমেরিকার প্রতিরক্ষা সচিবের চিফ অব স্টাফ।

Wednesday, November 11 2020, 10:48 am
ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপপ্রমোদ পটেল হলেন আমেরিকার প্রতিরক্ষা সচিবের চিফ অব স্টাফ।
highlightKey Highlights

পেন্টাগন সূত্রে খবর আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অব স্টাফ নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল। নির্বাচনে হারের পরই গত সোমবার প্রতিরক্ষা সচিব মার্ক এসপার-কে বরখাস্ত করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দায়িত্বভার সামলাতে অস্থায়ী প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয় ন্যাশনাল কাউন্টার টেররিজমের ডিরেক্টর মিলার-কে। মঙ্গলবার থেকে পেন্টাগনে নতুন দায়িত্ব নেন মিলার। এর পরই তাঁর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ করা হয় কাশ অর্থাং কাশ্যপপ্রমোদ পটেলকে। আমেরিকার প্রশাসনিক মহলে তিনি কাশ পটেল নামেই পরিচিত। হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটি-তে কাউন্টার টেররিজমের উপদেষ্টা হিসেবে কাজ করতেন কাশ। ২০১৯-এ হোয়াইট হাউসে এনএসসির কাউন্টার টেররিজম ডিরেক্টরের সিনিয়র ডিরেক্টর হিসেবে যোগ দেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File