Indian airspace | ভারতের আকাশসীমায় পাকিস্তানি বিমানের ঢোকা বন্ধ করলো নয়াদিল্লি !

Thursday, May 1 2025, 3:28 am
highlightKey Highlights

পহেলগাঁও হামলার আবহে গত বৃহস্পতিবার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান। ৬ দিন পরে সেই একই পদক্ষেপ করল ভারতও।


পহেলগাঁও হামলার প্রেক্ষিতে উত্তপ্ত ভারত পাকিস্তান বর্ডার। গত বৃহস্পতিবার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান। এবার একই পন্থা অবলম্বন করলো ভারত। ৩০শে এপ্রিল, বুধবার রাতে ভারত ঘোষণা করলো, পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এই নির্দেশ বলবৎ থাকবে ২৪মে অবধি। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানিদের ভিসা বাতিল করা, দূতবাসের কর্মী কমানো ইত্যাদি একাধিক অবস্থান নিয়েছে নয়াদিল্লি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File