Indian Airlines | ২,০০০ থেকে ৩,০০০ কোটি টাকা লোকসান করতে পারে ভারতীয় উড়ান সংস্থাগুলি! আশঙ্কা ICRAর
ইক্রার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিঞ্জল শাহ জানিয়েছেন, ২০২৪ থেকে ২৫ ও ২০২৫ থেকে ২৬ দুই অর্থবছরে ভারতীয় উড়ান সংস্থাগুলি সামগ্রিক ভাবে ২,০০০ থেকে ৩,০০০ কোটি টাকা লোকসান করতে পারে।
আগামী দুই অর্থবছরে বিপুল পরিমাণ লোকসান হতে পারে ভারতীয় উড়ান সংস্থাগুলির! ইক্রার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিঞ্জল শাহ জানিয়েছেন, ২০২৪ থেকে ২৫ ও ২০২৫ থেকে ২৬ দুই অর্থবছরে ভারতীয় উড়ান সংস্থাগুলি সামগ্রিক ভাবে ২,০০০ থেকে ৩,০০০ কোটি টাকা লোকসান করতে পারে। তবে গত কয়েক বছরের তুলনায় লোকসানের বহর উল্লেখজনক কমবে। পাশাপাশি, ভারতে ঘরোয়া উড়ান যাত্রীর সংখ্যা বছরে ৭ থেকে ১০ শতাংশ বেড়ে চলতি অর্থবছরের শেষে ১৬.৪ থেকে ১৭ কোটিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।