Subhanshu Shukla | ‘গগনযাত্রী’ হচ্ছেন ভারতীয় বায়ুসেনা বাহিনীর গ্রুপ ক্যাপটেন শুভাংশু শুক্লা

‘গগনযাত্রী’ অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রী হিসেবে বেছে নেওয়া হল ভারতীয় বায়ুসেনা বাহিনীর গ্রুপ ক্যাপটেন শুভাংশু শুক্লাকে।
অবশেষে অপেক্ষার অবসান। আন্তর্জাতিক মহাকাশ মিশনে যুক্ত হচ্ছেন ভারতের বায়ুসেনা বাহিনীর গ্রুপ ক্যাপটেন শুভাংশু শুক্লা। শুক্রবার ‘গগনযাত্রী’ অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রীয় মহাকাশ ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, মে মাসে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেক স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে রওনা দেবেন শুভাংশু সহ ৪ জন মহাকাশচারী। উল্লেখ্য, প্রকল্পে অংশগ্রহণ করতে গত ৮ মাস ধরে নাসায় প্রশিক্ষণ নিয়েছেন তিনি।