Indian Air Defence System | 'প্রজেক্ট কুশা'র প্রস্তুতি তুঙ্গে! রাশিয়ার এস ৪০০ সমতুল্য মিসাইল বানাচ্ছে ভারত

Thursday, January 29 2026, 2:04 pm
Indian Air Defence System | 'প্রজেক্ট কুশা'র প্রস্তুতি তুঙ্গে! রাশিয়ার এস ৪০০ সমতুল্য মিসাইল বানাচ্ছে ভারত
highlightKey Highlights

পরিকল্পনা বাস্তবায়িত হলে এই ব্যবস্থা রাশিয়ার এস-৪০০ সমতুল্য বা তার থেকেও উন্নত হবে।


আকাশ রক্ষায় তিন স্তরের ঢাল তৈরী করছে ভারত। নতুন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হবে 'প্রজেক্ট কুশা'র অধীনে। প্রথম স্তরে থাকবে এম১ মিসাইল। এর পাল্লা ১৫০ কিলোমিটার। ফলে, অনেক আগেই শত্রুকে ধ্বংস করে ফেলা যাবে। পরবর্তী স্তরে থাকবে এম২ মিসাইল। এর পাল্লা হবে ২৫০ কিলোমিটারের আশেপাশে। অনেক বেশি উচ্চতায় দ্রুত গতিতে উড়তে থাকা বস্তকে আঘাত হানতে ভরসা হবে এই মিসাইলই। আর সবচেয়ে উন্নত এম৩ ইন্টারসেপ্টারের পাল্লা ৩৫০ কিলোমিটার। এই ব্যবস্থা রাশিয়ার এস ৪০০ সমতুল্য বা তার থেকেও উন্নত হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File