Whatsapp | 'মেসেজ এনক্রিপশন' নিয়ে আদালতে ভারত-জুকারবার্গ সংস্থার সংঘাত! ভারতে তাহলে কি বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ?

Tuesday, July 30 2024, 4:16 am
highlightKey Highlights

ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে এমন গুঞ্জন বহু দিন ধরেই শোনা যাচ্ছে।


ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে এমন গুঞ্জন বহু দিন ধরেই শোনা যাচ্ছে। আসলে ইনফর্মেশন টেকনোলজি আইন, ২০০০-র ৬৯এ ধারার অধীনে জারি করা নয়া রুল মেনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য জানানোয় বাধ্য মেটা। তবে সরকারের এই নির্দেশিকা মানতে নারাজ তারা। আদালতে মামলা করে হোয়াটসঅ্যাপ দাবি করে, মেসেজ এনক্রিপশন ভাঙার নির্দেশ এলে ভারতে পরিষেবা বন্ধ করবে তারা। তবে সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে সরকারকে এখনও কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File