খেলাধুলা

অলিম্পিক্সে আরও একটি পদক নিশ্চিত ভারতের! কুস্তিতে ফাইনালে উঠল রবি কুমার

অলিম্পিক্সে আরও একটি পদক নিশ্চিত ভারতের! কুস্তিতে ফাইনালে উঠল রবি কুমার
Key Highlights

টোকিও ২০২০: টোকিয়ো অলিম্পিক্সে কুস্তির সেমিফাইনালে ৫৭ কেজির বিভাগে কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের নুর ইসলাম সানায়েভকে পরাজিত করে ভারতের হয়ে রূপোর পদক নিশ্চিত করলেন কুস্তিবীর রবি কুমার। ম্যাচের ফলাফল ছিল ৫-০। আগামীকাল কুস্তি বিভাগের ফাইনাল ম্যাচ। এই বিভাগে রূপোর পদক নিশ্চিত থাকলেও সোনার পদক জেতার আশায় গোটা দেশ তাকিয়ে রবি কুমারের দিকে। "ইন্ডিয়া অল স্পোর্টস" তাদের সোশ্যাল নেটওয়ার্কের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন।