Paris Olympic 2024 | তৃতীয় পদক জয় ভারতের! ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে
Thursday, August 1 2024, 9:04 am
Key Highlightsপ্যারিস অলিম্পিক্সে ভারতের তৃতীয় পদকও এলো শুটিং থেকেই। ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে।
প্যারিস অলিম্পিক্সে ভারতের তৃতীয় পদকও এলো শুটিং থেকেই। ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে। পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে তৃতীয় স্থানে শেষ করে তিনি পয়েন্ট পান ৪৫১.৪। লক্ষ্যই হলেন একমাত্র ভারতীয় যিনি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে পদক জিতলেন। চলতি অলিম্পিক্সে এই নিয়ে তিনটে পদক এলো। প্রথম পদক এসেছিল ১০ মিটার পিস্তল ইভেন্টে মানু ভাকেরের হাত ধরে। এরপর দ্বিতীয় পদক আসে ১০ মিটার পিস্তল মিক্স টিম ইভেন্টে মানু ভাকের ও সর্বজিৎ সিংয়ের হাত ধরে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- অলিম্পিক্স
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪

