World Bridge Games । বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে সোনা জয় বাংলার! স্বর্ণপদক জয় আসানসোল ও কলকাতার ছেলেদের
Friday, November 8 2024, 7:05 am

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেন আসানসোলের মহিশীলার দক্ষিণপাড়ার বাসিন্দা সঞ্জিৎ দে এবং কলকাতার বিনোদ সাউ জুটি।
তাস খেলাকে এখনও অনেকে 'জুয়া' হিসেবে দেখেন। অনেকেই এই খেলাকে ভালো চোখে দেখেন না। কিন্তু তাস খেলাতেই বিশ্ব চ্যাম্পিয়ন হলেন আসানসোলের ছেলে সঞ্জিৎ দে! আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেন আসানসোলের মহিশীলার দক্ষিণপাড়ার বাসিন্দা সঞ্জিৎ দে এবং কলকাতার বিনোদ সাউ জুটি। সেখানে পেয়ারস ইভেন্টসে সোনা জিতেছে ভারতের এই জুটি। সঞ্জিৎ দে জানিয়েছেন, আগামী দিনে দেশের হয়ে এশিয়ান গেমস কিংবা আরও বড় ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছে রয়েছে তাঁর।
- Related topics -
- খেলাধুলা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- আসানসোল
- শহর কলকাতা