Harmanpreet Singh | এশিয়া কাপে বাজিমাত ভারতের, চীনকে হারিয়ে ট্রফি ঘরে আনলেন হরমনপ্রীত সিংরা

ভারতীয় দল জয় দিয়ে শুরু করল হকি এশিয়া কাপের লড়াই। প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারাল। ম্যাচের নায়ক হরমনপ্রীত সিং।
এশিয়া কাপকে জনপ্রিয় করতে স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ থেকে বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করেছে হকি ইন্ডিয়া। উদ্যোগ সফল হলো। জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো ভারতীয় হকি দল। ম্যাচের প্রথম কোয়ার্টারে চিন ১:০ গোলে এগিয়েছিল। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই যুগরাজ গোল করে স্কোরলাইন ১:১ করে দেন। তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হরমনপ্রীত গোল করে দলকে ৩:১ ব্যবধানে এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারে আরেকটি গোল করে হ্যাটট্রিক করেন হরমনপ্রীত। ম্যাচ ভারতের পক্ষে শেষ হয় ৪:৩ গোলে। ম্যাচের সেরা হন হরমনপ্রীত সিং।