6G | বিশ্বের সমস্ত 6G পেটেন্টের ১০ শতাংশ থাকবে ভারতের হাতে, প্রতিযোগিতায় ভারত
6G সম্পর্কিত পেটেন্ট ফাইল করার ক্ষেত্রে শীর্ষস্থান দখলের প্রতিযোগিতায় ঢুকে পড়েছে ভারত।
ভারতে শীঘ্রই চালু হবে 6G ইন্টরনেট পরিষেবা। ইতিমধ্যে 6G সম্পর্কিত পেটেন্ট ফাইল করার ক্ষেত্রে শীর্ষস্থান দখলের প্রতিযোগিতায় ঢুকে পড়েছে ভারত। জানা গিয়েছে, পেটেন্ট ফাইলিংয়ের ক্ষেত্রে এখন ভারত বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। এক সরকারি প্যানেলের দাবি, আগামী তিন বছরের মধ্যে, বিশ্বের সমস্ত 6G পেটেন্টের ১০ শতাংশ থাকবে ভারতের হাতে। 6G নিয়ে ৬টি গবেষণা হলে, তার অন্তত ১টি হবে ভারতে। এর জন্য মোদি সরকার ‘ভারত 6G ভিশন’ নামে এক প্রকল্প নিয়েছে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি
- ভারত
- দেশ
- অন্যান্য
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য