Indian Space Force | এবার মহাকাশেও সেনাঘাঁটি গড়বে ভারত! সাহায্য করবে ISRO, ডিফেন্স স্পেস এজেন্সি, DRDO সহ একাধিক সংস্থা
Friday, December 20 2024, 12:47 pm

মহাকাশের এই সেনাঘাঁটির কথা ভেবে ৫২টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত। এর অধিকাংশই নজরদার স্যাটেলাইট।
এবার মহাকাশেও সেনাঘাঁটি গড়বে ভারত! এই প্রসঙ্গে দিন আর্মি হেড কোয়াটার্সে একটা তথ্যপূর্ণ প্রেজেন্টেশন দিয়েছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স। মহাকাশের এই সেনাঘাঁটির কথা ভেবে ৫২টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত। এর অধিকাংশই নজরদার স্যাটেলাইট। এছাড়াও থাকছে ক্রিউ অ্যান্ড কন্ট্রোল কম্যান্ড। এখানে অস্ত্রশস্ত্র মজুত রাখা যাবে। 'সেনাপতি' হবে U3C ক্যাটেগরির স্যাটেলাইট। ভারতের এই সামরিক স্বপ্ন পূরণে সাহায্য করবে ISRO, ডিফেন্স স্পেস এজেন্সি, DRDO, মিলিটারি ইনটেলিজেন্স সহ একাধিক সংস্থা।