IND vs SA | ভাইজ্যাগে ঝকঝকে রোহিত-যশস্বী, সেঞ্চুরি করে একদিনের সিরিজে দাপুটে জয় মেন ইন ব্লু-র

বিশাখাপত্তনমে ভারতীয় দলের অলরাউন্ড পারফরম্যান্সে জোর দিয়ে একেবারে দাপুট জয় ছিনিয়ে নিলেন বিরাট যশস্বীরা৷
এদিন বিশাখাপত্তনমে টসে জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক কে এল রাহুল৷ ৪৭.৫ ওভারে ২৭০ রান তোলে দক্ষিণ আফ্রিকা৷ পাল্টা ব্যাট করতে নেমে নিজের ওডিআই কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে রোহিত যশস্বী তোলেন ১৫৫ রান। আন্তর্জাতিক কেরিয়ারে ২০০০ রানের রেকর্ড গড়লেন হিটম্যান। মাত্র ৪০ বলে হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। এদিন চারটি করে উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব। একটি করে উইকেট পান আর্শদীপ এবং জাদেজা৷ সহজেই শেষ ম্যাচ জিতলো ভারত।
