India vs New Zealand | নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের, "মেন্ ইন ব্লু"-র প্রাপ্তি রিঙ্কু-শিবমের দুধর্ষ ব্যাটিং

Wednesday, January 28 2026, 5:30 pm
India vs New Zealand | নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের, "মেন্ ইন ব্লু"-র প্রাপ্তি রিঙ্কু-শিবমের দুধর্ষ ব্যাটিং
highlightKey Highlights

২১৬ রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১৬৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে গেছে ভারত। নিয়মরক্ষার চতুর্থ ম্যাচে খেলতে নেমে হোঁচট খেলো ভারত। ধবার বিশাখাপত্তনামে ২১৬ রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১৬৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৫০ রানে জিতে যায় কিউয়িরা। এদিন ১৫ বলে ৫০ রান সম্পূর্ণ করেন রেকর্ডবুকে নাম তোলেন শিবম দুবে। ভারতীয়দের মধ্যে টি ২০ তে তৃতীয় দ্রুততম অর্ধশতরান দুবের। ইস সোধির ওভারে ২৯ রান নেন তিনি। ৬টি ছয়, ২টি চার মেরে ১৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান। বিশ্বকাপের আগে জ্বলে উঠলেন রিঙ্কু সিং। ৩০ বলে ৩৯ রান করেন রিঙ্কু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File