ভারতকে পাল্লা দিতে তড়িঘড়ি পঞ্চম টেস্টে দুই ক্রিকেটারকে দলে নিল ইংল্যান্ড

Wednesday, September 15 2021, 5:12 pm
ভারতকে পাল্লা দিতে তড়িঘড়ি পঞ্চম টেস্টে  দুই ক্রিকেটারকে দলে নিল ইংল্যান্ড
highlightKey Highlights

ইংল্যান্ড ক্রমশ পিছিয়ে পড়েছে ঘরের মাঠের সিরিজে । সেই কারণে ম্যাঞ্চেস্টারে শেষ ম্যাচ নিয়ে আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না জো রুটের দল। ভারতকে পাল্লা দিতে ইংল্যান্ড নিজেদের দল শক্তিশালী করার প্রয়াস শুরু করে দিল। শেষ টেস্ট অর্থাৎ পঞ্চম টেস্টে জস বাটলার এবং জ্যাক লিচকে দলে নিল ইংল্যান্ড। সম্প্রতি দ্বিতীয় বার বাবা হওয়ার জন্য পরিবারের পাশে থাকতে চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বাটলার। বাটলারের বদলে উইকেটকিপিং করেছিলেন জনি বেয়ারস্টো। পঞ্চম টেস্টে ফের বাটলারকে উইকেটের পিছনে দেখা যাবে এমনকি ইংল্যান্ডের মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যানও তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File