ভারত

ভারতের কাছে হেরে তৃতীয় টেস্টে দলে একাধিক রদবদল করলো ইংল্যান্ড

ভারতের কাছে হেরে তৃতীয় টেস্টে দলে একাধিক রদবদল করলো ইংল্যান্ড
highlightKey Highlights

তৃতীয় টেস্টে গুছিয়ে খেলতে নামছে ইংল্যান্ড। দলের মধ্যে এনেছে একাধিক রদবদল। সেই কারণে অফ ফর্মে থাকা ডম সিবলেকে বাদ দিয়ে দিল ইংরেজ শিবির। ডেকে নেওয়া হলে দাভিদ মালানকে। পাশাপাশি সিমার সাকিব মাহমুদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া জল। লর্ডস টেস্টে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন মার্ক উড। তবে উডকে তৃতীয় টেস্টে রেখেই স্কোয়াড গড়া হয়েছে। ইংল্যান্ডের আশা নির্ধারিত সময়েই ফিট হয়ে উঠবেন উড। তবে লিডস টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে জ্যাক ক্রলিকে। স্পিনার জ্যাক লিচকে মঈন আলির ব্যাক আপ হিসাবে সংযোজন করা হয়েছে।