কিংবদন্তিদের তালিকায় নাম লেখালেন ইংরেজ অধিনায়ক জো রুট, শততম টেস্টে শতরান করলেন তিনি
Friday, February 5 2021, 5:03 pm
Key Highlightsইংল্যান্ডের অধিনায়ক জো রুট শ্রীলঙ্কা সফরে দুটি বড় রানের ইনিংস খেলে আসার পর ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেও জমিয়ে বসেছেন। শততম টেস্টে শতরান করেই নতুন কীর্তি স্থাপন করলেন ইংরেজ ব্যাটসম্যান। তাঁর নাম জুড়ে গেল ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যানদের সঙ্গে। রুট হলেন বিশ্বের নবম ব্যাটসম্যান, যিনি শততম টেস্টে শতরান করলেন। তৃতীয় ইংরেজ হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। প্রথম এই কৃতিত্ব ছিল যাঁর, তিনিও ছিলেন একজন ইংরেজ। ১৯৬৮-র অ্যাশেজে প্রথম এই কীর্তি গড়েন কলিন কাউড্রে। তিনি ছা়ড়া অপর ইংরেজ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি রয়েছে অ্যালেক স্টুয়ার্টের।