আঙুলের চোট না সারায় সিরিজ খেলতে পারবেন না মর্গ্যান, জানালো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
Friday, March 26 2021, 5:43 am
Key Highlightsইয়ন জোসেফ জেরার্ড মর্গ্যান, ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক সিরিজের বাকি ২ ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না বলেই জানানো হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। মর্গ্যান এবং বিলিংস প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। মর্গ্যানের আঙুলে ৪টে সেলাই পড়েছে, তাই তাঁর চোট পুরোপুরি না শোকানো পর্যন্ত তিনি আর মাঠে নামতে পারবেন না। পাশাপাশি মর্গ্যানের চোট গুরুতর হওয়ার ঘটনা নাইট শিবির-কেও যথেষ্ট চিন্তায় ফেলেছে। বেয়ারস্টোর নেতৃত্বে সিরিজের বাকি ২ ম্যাচ খেলা হবে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ইংল্যান্ড
- ইওন মর্গ্যান
- ক্রিকেটার

