India-Australia T20 | ‘স্কাই’-য়ের কামব্যাকে অসুর বৃষ্টি, বাতিল ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ!

আন্তর্জাতিক টি-২০তে ১৫০টি ছক্কা মারার রেকর্ড গড়ে ২৪ বলে ৩৯ রানে অপরাজিত রইলেন ভারত অধিনায়ক।
ওয়ানডে সিরিজের হতাশা টি-২০তে মিটবে, আশা করেছিল ফ্যানেরা। সে আশায় জল ঢাললো আবহাওয়া। বুধবার ক্যানবেরায় ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০র প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। তবে ক্রমাগত বৃষ্টির জেরে মাত্র ৯.৪ ওভার ব্যাটিং করার পরই ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হন আম্পায়াররা। এদিন ১৪ বল খেলে ১৯ রান করে আউট হন অভিষেক শর্মা। তারপরেই মাঠে নামেন অধিনায়ক ‘স্কাই’। ২০ রানের গন্ডি পেরোতেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে ১৫০টি ছক্কা মারার রেকর্ড গড়ে ২৪ বলে ৩৯ রানে অপরাজিত রইলেন ভারত অধিনায়ক।
