খেলাধুলা

Ind vs Aus Sydney Test । অজিভুমিতে প্রথম ইনিংসে দাপুটে জয় বুমরাহ সিরাজদের

Ind vs Aus Sydney Test । অজিভুমিতে প্রথম ইনিংসে দাপুটে জয় বুমরাহ সিরাজদের
Key Highlights

মাত্র ১৮৫ রান তুলেও সিডনি টেস্টের প্রথম ইনিংসে ছোটখাটো লিড নিল ভারত।

সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছোটখাটো লিড নিল ভারত। রানের ব্যবধান যদিও মাত্র ৪ তবু আশাবাদী টিম ইন্ডিয়া। এদিন অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৮১ রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও নীতীশ রেড্ডি। ৩টি উইকেট নেন মহম্মদ সিরাজ। বাকি ৩টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ১৭ বলে ৭ রান করে অজিদের হয়ে অপরাজিত রয়েছেন নাথান লিয়ন। চোখ থাকবে দ্বিতীয় ইনিংসের দিকে।