Operation Brahma | ‘অপারেশন ব্রহ্মা’র মাধ্যমে বিদ্ধংসী মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠালো ভারত!
Saturday, April 5 2025, 2:04 pm
Key Highlightsগত শনিবার ‘অপারেশন ব্রহ্মা’র মাধ্যমে মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠিয়েছে ভারত।
ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। এই সময় পাশে দাঁড়িয়েছে ভারত। গত শনিবার ‘অপারেশন ব্রহ্মা’র মাধ্যমে মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠিয়েছে ভারত। গত শনিবার নৌসেনার জাহাজ INS ঘড়িয়ালে করে মায়ানমারের থিলাওয়া বন্দরে পাঠানো হয়েছে ৪৪২ মেট্রিক টন খাদ্য সামগ্রী। পাশাপাশি প্রতিবেশী দেশে ত্রাণ, মানবিক সহায়তা, উদ্ধারকারী দলের সঙ্গে পাঠানো হয় ১১৮ জন সদস্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দল। এর আগে ১৫ টন ত্রাণও পাঠিয়েছিল ভারত সরকার।

