Ind vs Aus । পারথে যশস্বী ম্যাজিক, যোগ্য সঙ্গত কে এল রাহুলের, ১৭২ রানের পার্টনারশিপে অপরাজিত ভারত

Saturday, November 23 2024, 1:30 pm
Ind vs Aus । পারথে যশস্বী ম্যাজিক,  যোগ্য সঙ্গত কে এল রাহুলের,  ১৭২ রানের পার্টনারশিপে অপরাজিত ভারত
highlightKey Highlights

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি পার্টনারশিপ করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। শনিবার পারথ টেস্টের দ্বিতীয় দিনে ১৭২ রানের অপরাজিত জুটি গড়েন দুজনে।


বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় দিনে ১৭২ রানের সেঞ্চুরি পার্টনারশিপ করে রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। ৩৮ বছরে এই প্রথম ভারতীয় ওপেনাররা অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে ১৭০ রানের চেয়ে বড় জুটি গড়েছেন। রাহুল এবং যশস্বী যখন প্যাভিলিয়নে ফিরছেন, কোহলি নিজে গিয়ে তাঁদের স্যালুট জানালেন। বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৮ রানের লিডে রয়েছে ভারত। এবার পাখির চোখ তৃতীয় ম্যাচের দিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File