Chess Olympiad | দাবা অলিম্পিয়াডের প্রথম দিনেই জয়ের মুখ দেখলো ভারত, পুরুষ ও মহিলা দুই বিভাগেই এলো জয়
Thursday, September 12 2024, 2:30 pm
Key Highlights
৪৫তম চেস অলিম্পিয়াডে ভারতীয় দল মরক্কো ও জ্যামাইকাকে পরাজিত করেছে।
বিশ্ব দরবারে ফের ভারতীয় দাবাড়ুদের বাজিমাত। বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে প্রতিযোগিতার প্রথম দিনেই মরক্কোর বিরুদ্ধে ৪:০তে জয় পেয়েছেন ভারতের পুরুষ দাবাড়ুরা। এদিকে ভারতীয় মহিলারা জ্যামাইকার বিরুদ্ধে ৩.৫:০.৫ স্কোর করে। প্রজ্ঞানন্দ, বিদিত, অর্জুন এবং হরিকৃষ্ণ জয়লাভ করেন। মহিলা দলে ভারত জ্যামাইকাকে ৩.৫-০.৫ ব্যবধানে হারিয়েছে। ভৈশালী, দিব্যা এবং তানিয়া জেতেন। এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পিছনে ভারত দ্বিতীয় বাছাই দল হিসাবে ওপেন বিভাগে প্রবেশ করেছে।