SCO | পাকিস্তানকেই সমর্থন, POK-তে ভারতের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুললো চিন! ঘোষণাপত্রে সই করলো না ভারত!
Thursday, June 26 2025, 11:10 am
Key Highlightsসাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের (SCO) ঘোষণাপত্রে সই করতে অস্বীকার করল ভারত।
পহেলগাঁও জঙ্গি হামলার পরও কূটনৈতিকভাবে পাকিস্তানকেই সমর্থন করলো ‘বন্ধু’ বেজিং। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের (SCO) ঘোষণাপত্রে সই করতে অস্বীকার করল ভারত। জানা গিয়েছে, ওই ঘোষণাপত্রে পহেলগাঁও সন্ত্রাসের কথা তো দূর, উলটে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের বিরুদ্ধে অশান্তি ছাড়ানোর অভিযোগ করা হয়। ওয়াকিবহলা মহলের মতে, ইচ্ছাকৃতভাবেই এসসিও নথিতে পহেলগাঁও সন্ত্রাসের প্রসঙ্গ সরিয়ে ভারতের বিরুদ্ধে এধরনের ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য চিনের কিংদাও শহরে এসসিও বৈঠকে অংশ নিয়েছে ভারত সহ মোট ১০ দেশ।

