Operation Sindoor | কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাক সংঘর্ষ! মৃত্যু প্রায় ১৫ ভারতীয়র, আহত অন্তত ৪৩!
Wednesday, May 7 2025, 1:19 pm

বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় চলছে ভারত পাক গোলাগুলি।
অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু এখনও থামেনি সংঘর্ষ। বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় চলছে ভারত পাক গোলাগুলি। এই ঘটনায় গুলিতে প্রাণ গেল ১৫ জন সাধারণ নাগরিকের। সূত্রের খবর, মৃতদের তালিকায় রয়েছে দুই শিশু। এছাড়াও পাকিস্তানের হামলায় আহত হয়েছেন অন্তত ৪৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি ও দোকান। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান যখন গোলাগুলি-শেল ছুড়তে শুরু করে। পুঞ্চ ও তাংধর এলাকায় চলে বেপরোয়া বোমা বর্ষণ।