খেলাধুলা

INDvsNZ | ২৫ বছর পর মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির মহাদ্বৈরথ আজ, দেখবেন কোথায়?

INDvsNZ | ২৫ বছর পর মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির মহাদ্বৈরথ আজ, দেখবেন কোথায়?
Key Highlights

রবিবার (৯ মার্চ) ICC Champions' Trophy Final। দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড।

আজ রবিবার, ৯ মার্চ দুবাই স্টেডিয়ামে ২৫ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। আজ দুপুর ২:৩০টা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টস এবং নেটওয়ার্ক 18 চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ। এছাড়াও JiohotStar অ্যাপ ডাউনলোড করেও দেখতে পারবেন টুর্নামেন্ট। ২০০০ সালে এই একই টুর্নামেন্টের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়। সেবার সৌরভ গাঙ্গুলির দুর্দান্ত শতরান সত্বেও ট্রফি তোলেন কিউয়িরা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বদলা নেওয়ার লক্ষ্যে ভারত।