আন্তর্জাতিক

IND-PAK | পাক বিমানের জন্য আকাশপথ বন্ধ করতে পারে ভারত। নিষেধাজ্ঞা লাগু হতে পারে জলপথেও!

IND-PAK | পাক বিমানের জন্য আকাশপথ বন্ধ করতে পারে ভারত। নিষেধাজ্ঞা লাগু হতে পারে জলপথেও!
Key Highlights

এবার পাক বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিতে চলেছে ভারত সরকার। এমনকী জলপথেও জারি হতে পারে নিষেধাজ্ঞা।

পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে আরও কোণঠাসা করতে চলেছে ভারত। সূত্রে খবর, এবার পাক বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিতে চলেছে ভারত সরকার। এমনকী জলপথেও জারি হতে পারে নিষেধাজ্ঞা। জানা গিয়েছে,পড়শি দেশকে আরও চাপে ফেলতে আকাশপথে ও জলপথেও নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে নরেন্দ্র মোদি সরকার। এর ফলে কুয়ালালামপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার গন্তব্যগুলোতে পৌঁছতে চিন বা শ্রীলঙ্কার মতো দেশগুলোর উপর দিয়ে ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করতে হবে পাকিস্তানকে।