ISRO | শুভাংশুর সাফল্যে আশাবাদী ভারত, মহাকাশ গবেষণায় টাকা ঢালছে ইসরো-নাসা

Sunday, July 6 2025, 5:40 pm
highlightKey Highlights

নাসা, ইসরো, স্পেস এক্সের যৌথ উদ্যোগে 'অ্যাক্সিয়ম-৪' মিশনে শুভাংশুর অংশগ্রহণের খরচ দিয়েছে ইসরো। নয় নয় করে সেই অঙ্ক ৬৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় তা প্রায় সাড়ে ৫০০ কোটি!


সম্প্রতি মার্কিন বেসরকারি সংস্থা স্পেস এক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশেরই এক সন্তানকে মহাকাশে পাঠিয়েছে নাসা এবং ইসরো। 'অ্যাক্সিয়ম ৪' মিশনে শুভাংশুর অংশগ্রহণের খরচ হিসেবে ইসরোর খসেছে ৬৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৫০০ কোটি। এই বিনিয়োগই বদলে দিয়েছে সমীকরণ। ভারত যে মহাকাশ গবেষণায় বিনিয়োগে উৎসাহী তা জেনেছে গোটা বিশ্ব। রাশিয়া, আমেরিকার মতো প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে নাম জ্বলজ্বল করছে ভারতেরও। সামনেই গগনযান মিশন। ইসরো সূত্রে খবর,৭০ মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে প্রস্তুত দেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File