Indian Army | ২০ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্র সরকারের! আরও শক্তিশালী হতে চলেছে ভারতের বায়ুসেনা
Monday, December 16 2024, 11:02 am
Key Highlights
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ২০ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে ভারত।
বর্তমানে বিশ্বের নানান প্রান্তে জ্বলছে যুদ্ধের ও হিংসার আগুন। এই আবহে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ২০ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে ভারত। দেশের বায়ুসেনার ক্ষমতা বাড়াতে ১২টি SU30 MKI ফাইটার জেট এবং ১০০টি K9 বজ্র সেল্ফ প্রপেলড হাউৎজ়ার কিনছে কেন্দ্র। ইতিমধ্যেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফে দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে খরচ হবে ২০ হাজার কোটি টাকা। এই যুদ্ধবিমানের ৬২.৬ শতাংশই নাসিকে তৈরি হবে। অন্যদিকে, ১০০টি সেল্ফ প্রপেলড হাউৎজার তৈরি হবে গুজরাটে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় বায়ুসেনা