FIFA Ranking | ৯৭ থেকে ১২৭, ফিফা র্যাঙ্কিংয়ে ক্রমেই নিচে নামছে ভারত! জয় মেলেনি বাংলাদেশের বিরুদ্ধেও!
Friday, June 6 2025, 10:51 am
Key Highlights২০১৮ সালের সেপ্টেম্বরে যেখানে ভারত ফিফা ক্রমপর্যায়ে ৯৭ নম্বরে ছিল, সেখানে এখন ১২৭ নম্বরে নেমে গিয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ে আরও নিচে নামলো ভারত। ২০১৮ সালের সেপ্টেম্বরে যেখানে ভারত ফিফা ক্রমপর্যায়ে ৯৭ নম্বরে ছিল, সেখানে এখন ১২৭ নম্বরে নেমে গিয়েছে। ভারতীয় দলের এমনই অবস্থা হয়েছে যে, মার্চে AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও জিততে পারেনি। এমনকী সুনীল ছেত্রী যখন অবসরের ঘোষণা করেছিলেন, তখন কার্যত স্ট্রাইকার খুঁজে মিলছিল না। এদিকে ২০১৮ সালে ফিফার ক্রমতালিকায় ৯৬ ও ১১০ নম্বরে থেকেও এশিয়া থেকে ফুটবল বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে উজবেজিস্তান এবং জর্ডন।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফিফা
- ফিফা বিশ্বকাপ

