Toy Export | খেলনা রফতানির বাজারে চিনকে টক্কর দিচ্ছে ভারত! ২৩৯ শতাংশ বেড়েছে আমদানি
তথ্য বলছে, ২০১৪ থেকে ১৫ অর্থবর্ষের চেয়ে ২০২২ থেকে ২৩ অর্থবর্ষে ভারতে তৈরি খেলনা রফতানির পরিমাণ ২৩৯ শতাংশ বেড়েছে।
এক সময়ে খেলনা মানেই তা চিনের উৎপাদন ছিল। খেলনা রফতানির বাজারে রমরমা অবস্থা ছিল চিনের। তবে সেই বাজারেই বর্তমানে দাপট দেখাচ্ছে ভারত। তথ্য বলছে, ২০১৪ থেকে ১৫ অর্থবর্ষের চেয়ে ২০২২ থেকে ২৩ অর্থবর্ষে ভারতে তৈরি খেলনা রফতানির পরিমাণ ২৩৯ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ কমেছে প্রায় ৫২ শতাংশ। ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড হয়ে ‘Success story of made in India toys’ শীর্ষক একটি সমীক্ষা চালায় IIM লখনৌ। তাতেই দেখা যায় গোটা বিশ্বে ক্রমেই দাপট বাড়ছে ভারতে তৈরি খেলনা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ভারত
- দেশ