IPhone Production | আইফোন দৌড়ে চিনকে পেছনে ফেলে 'আইফোন হাব'-এ পরিণত হচ্ছে ভারত!

অ্যাপল তাদের আইফোন উৎপাদনের ক্ষেত্রে এখন চিনের থেকে ভারতকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই মুহূর্তে অ্যাপলের ২০ শতাংশ আইফোন ভারতের উৎপাদন হয়।
চিন আমেরিকা শুল্কযুদ্ধের মাঝেই নিজের আখের গোছাচ্ছে অ্যাপল। আইফোন উৎপাদনের ক্ষেত্রে চিনের জায়গায় এবার ভারতে নজর দিয়েছে তারা। ২০২৪ এবং ২০২৫ অর্থবর্ষে ২২ বিলিয়ন মার্কিন ডলার মূল্য আইফোন উৎপাদিত হয়েছে শুধু ভারতেই। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, এই মুহূর্তে ভারতে মোট ২০ শতাংশ আইফোন উৎপাদিত হয়। অর্থাৎ বিশ্বের ৫টি আইফোনের মধ্যে একটি আইফোন ভারতে তৈরী। উল্লেখ্য, ২০১৪ সালে মেক ইন ইন্ডিয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের সময় থেকে ভারতের মার্কেটের দিকে ঝুঁকেছে অ্যাপল।