Smartphone Export | স্মার্টফোন রপ্তানিতে মাইলফলক! ২ লক্ষ কোটি টাকার বেশি স্মার্টফোন রপ্তানি করলো ভারত!

Thursday, April 10 2025, 5:07 am
highlightKey Highlights

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে ২ লক্ষ কোটি টাকার বেশি স্মার্টফোন রপ্তানি করেছে ভারত।


স্মার্টফোন রপ্তানিতে মাইলফলক গড়লো ভারত। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে ২ লক্ষ কোটি টাকার বেশি স্মার্টফোন রপ্তানি করেছে ভারত। এই প্রথম কোনও অর্থবর্ষে স্মার্টফোন রপ্তানিতে ভারত ২ লক্ষ কোটি টাকার মাইলফলক স্পর্শ করলো। ২০২৩ থেকে ২৪ অর্থবর্ষের তুলনায় স্মার্টফোন রপ্তানি ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগও বেড়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব আরও জানান, ভারতে এখন যত স্মার্টফোন বিক্রি হয়, তার ৯৯ শতাংশ দেশেই তৈরি হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File