Chinese App | ভারতবিরোধী বার্তার জেরে ব্যান করা হয়েছিল, ভারত ফেরালো সেই ৩৬টি অ্যাপকে

Thursday, February 13 2025, 2:16 pm
highlightKey Highlights

পাঁচ বছর পর ৩৬টি চীনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার। যে অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জেন্ডার, ম্যাঙ্গো টিভি, ইয়ুকু, টাওবাও, টানটান এর মতো ডেটিং অ্যাপ রয়েছে।


পাঁচ বছর আগে ভারতবিরোধী বার্তা প্রচারের অভিযোগে ২৬৭টি চীনা অ্যাপকে ব্যান করেছিল ভারত। গালওয়ান উপত্যকায় দুই দেশের সংঘর্ষের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। ডেটা গোপন রাখার উদ্দেশে গণহারে এই অ্যাপগুলি ব্যান করা হয়। এবার সেই অ্যাপগুলির মধ্যেই জেন্ডার, ম্যাঙ্গো টিভি, ইয়ুকু ইত্যাদি ৩৬টি অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুললো ভারত সকার। এই অ্যাপগুলি নিজেদের রিব্রান্ডিং করাতে সক্ষম হয়েছে। ৩৬টির মধ্যে ১৩টি চীনা এবং বাকিগুলি সিঙ্গাপুর, ভিয়েতনাম ইত্যাদি অন্যান্য দেশের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File