Women's U19 T20 World Cup | পরের মাসেই শুরু হবে অনূর্ধ্ব ১৯ মহিলা টি২০ বিশ্বকাপ! দল ঘোষণা করলো ভারত

আসন্ন অনূর্ধ্ব ১৯ মহিলা টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারত।
আসন্ন অনূর্ধ্ব ১৯ মহিলা টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারত। ১৫ জনের ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কত্ব করবেন নিকি প্রসাদ। সানিকা চালকে সহ অধিনায়ক। এছাড়াও দলে রয়েছেন জি ট্রিশা, কমলিনি, ভাবিকা আহিরে, ইশ্বরি আশাওয়ারে, মিথিলা বিনোদ, জোসিথা, সোনম যাদব, পারুণিকা সিসোদিয়া, কেসরী দ্রিথি, আয়ুশি শুক্লা, আনন্দিতা কিশোর, শাবনাম এবং বৈষ্ণবি। এছাড়াও রিজার্ভ বা স্ট্যান্ডবাই ক্রিকেটার থাকছেন নন্দনা, ইরা, আনাদি। উল্লেখ্য, এই টুর্নামেন্ট খেলা হবে মালেশিয়ায় আগামী বছরের জানুয়ারির ১৮ তারিখ থেকে।