Pakistan Attack | ৩ রাজ্যে হামলার চেষ্টা বানচাল করলো ভারত, ধ্বংস পাক F16 যুদ্ধবিমানও !

Thursday, May 8 2025, 5:00 pm
highlightKey Highlights

আচমকা কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানের সীমান্তে মিসাইল ও ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। জয়সলমেরের আকাশে পাক যুদ্ধবিমান এফ ১৬ দেখা যেতেই মিসাইল ছুড়ে তা ধ্বংস করেছে ভারতীয় সেনা।


বৃহস্পতিবার রাতে ভারতের ৩ রাজ্যে হামলার চেষ্টা পাক সেনার। সূত্রের খবর, এদিন রাত সাড়ে ৮টার পর থেকে আচমকা কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানের সীমান্তে মিসাইল ও ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। নিশানা করা হয়েছে জম্মুর অসামরিক বিমানবন্দর থেকে শুরু করে পাঠানকোটের বায়ুসেনাঘাঁটিকে। জয়সলমেরের আকাশে পাক যুদ্ধবিমান এফ ১৬ দেখা যেতেই মিসাইল ছুড়ে তা ধ্বংস করেছে ভারতীয় সেনা। ভারতের এস ৪০০ এয়ার ডিফেন্স ব্যবহার করে সিস্টেমসাতওয়ারি, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া সেক্টরে ৮টি মিসাইল ধ্বংস করেছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File