টেকনোলজি

ভারত সরকারের নয়া ডিজিটাল বিধি মেনে ফেসবুক, গুগল ও হোয়াটসঅ্যাপ এর পুনরায় যাত্রা শুরু

ভারত সরকারের নয়া ডিজিটাল বিধি মেনে ফেসবুক, গুগল ও হোয়াটসঅ্যাপ এর পুনরায় যাত্রা শুরু
Key Highlights

গত বুধবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ভারত সরকার নয়া ডিজিটাল বিধি আরোপ করেছিল। জনপ্রিয় সমস্ত সোশ্যালসাইট ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ এমনকি শেয়ারচ্যাট ও কু-র মতো ভারতীয় সংস্থারাও এই বিধি মেনে নিয়েছে। এই নয়া ডিজিটাল বিধির শর্ত হলো নেটমাধ্যমে প্রকাশিত যাবতীয় লেখালেখি এবং ভিডিয়োর উৎস কেন্দ্রকে জানাতে বাধ্য থাকবে সামাজিক সংস্থাগুলি। কোনও আপত্তিকর বিষয়বস্তু রয়েছে কি না, তা দেখার এবং প্রয়োজনে সরানোর জন্য সংশ্লিষ্ট নেটমাধ্যমগুলিকে এক জন ‘অভিযোগ আধিকারিক’ নিয়োগ করতে হবে।