Airspace ban | ফের বন্ধ ভারতের আকাশসীমা, পাক বিমানের বিরুদ্ধে ‘NOTAM’ জারি কেন্দ্রের
Friday, May 23 2025, 4:55 pm

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে ‘NOTAM’ জারি করে জানালো হয়েছে, আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না কোনো পাক যাত্রীবাহী বা সামরিক বিমান।
পহেলগাঁও হামলার পরই ভারতীয় বিমানগুলির জন্যে পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। পাল্টা পাক বিমানের জন্যে বন্ধ করা হয় ভারতের আকাশসীমাও। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও সংঘর্ষবিরতি ঘটলেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। শুক্রবার ফের এক মাসের জন্য ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। এরপরই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে ‘NOTAM’ জারি করে জানালো হয়েছে, আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না কোনো পাক যাত্রীবাহী বা সামরিক বিমান।