Champions Trophy 2025 | আয়োজক পাকিস্তানের নাম জার্সিতে লিখতে চায় না ভারত! 'কড়া পদক্ষেপ নেওয়া হবে' বার্তা ICCর
ICC জানিয়েছে প্রতিটা দলের দায়িত্ব হচ্ছে টুর্নামেন্টের লোগো সেই দলের জার্সিতে রাখা।
চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লিখবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত। BCCI জানিয়েছে, পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ভারত তাদের প্রতিটা ম্যাচ খেলবে দুবাইতে। এই কারণে পাকিস্তান নামটা রাখতে চায় না তারা। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করে ICC জানিয়েছে প্রতিটা দলের দায়িত্ব হচ্ছে টুর্নামেন্টের লোগো সেই দলের জার্সিতে রাখা। প্রতিটা দলকে সেই নিয়ম মানতে হবে।যে দল এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।