বিমানযাত্রার ক্ষেত্রে কৃত্রিম পা খুলে পরীক্ষা, প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কার্ডের আর্জি সুধা চন্দ্রনের
Friday, October 22 2021, 4:37 pm
Key Highlightsবিমানে যাত্রা করার ক্ষেত্রে প্রতিবারই নৃত্যশিল্পী তথা অভিনেত্রী সুধা চন্দ্রনের কৃত্রিম পা খুলে পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা। বার বার আপত্তি জানানো সত্ত্বেও তাঁর কথা মানা হয় না তাই বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি বিশেষ আর্জি জানালেন। একটি ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রীর কাছে তিনি আর্জি জানালেন, প্রবীন নাগরিকদের ক্ষেত্রে যেমন আলাদা কার্ড দেওয়া হয় তেমনই কৃত্রিম অঙ্গ ব্যবহারকারীদের জন্যও বিশেষ কার্ডের ব্যবস্থা করা হোক।
- Related topics -
- সেলিব্রিটি
- সুধা চন্দ্রন
- নরেন্দ্র মোদি
- ভারত

