সিকিম সীমান্তে নাকু লায় চিনের সেনাদের খেদিয়ে দিলেন ভারতের জওয়ানরা
Monday, January 25 2021, 11:43 am
 Key Highlights
Key Highlightsভারত ও চিনের সেনাদের মধ্যে ফের হাতাহাতির ঘটনা সামনে এল। তিন দিন আগে উত্তর সিকিমের নাকু লায় চিনের সেনাদের সঙ্গে ভারতের সেনাদের এই সংঘাত বেধেছিল বলে জানা গেছে। এই ঘটনায় চিনের বেশ কয়েকজন সেনা জখম হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে সেনার পক্ষ থেকে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। এলএসি-তে উত্তেজনা প্রশমন নিয়ে গতকালই ভারত ও চিনের মধ্যে কোর কমান্ডারদের মধ্যে ১৭ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়েছে। জানা গিয়েছে, তিন দিন আগে ভারতের সীমানার দিকে ঢোকার চেষ্টা করে চিনা ফৌজ। কিন্তু সেখানে মোতায়েন ভারতীয় জওয়ানরা তাদের সেই চেষ্টা ভেস্তে দেয়। ওই এলাকা থেকে তাদের তাড়িয়ে দেয় ভারতীয় সেনা।
-  Related topics - 
- আন্তর্জাতিক
- ভারত
- চীন
- ভারতীয় সেনা

 
 