Asian Athletics Championships | ২টি সোনা-৪টি রুপো-২টি ব্রোঞ্জ! এশিয়ান অ্যাথলেটিক্সে একদিনে ৬টি পদক আনলো টিম ইন্ডিয়া!

Wednesday, May 28 2025, 1:57 pm
Asian Athletics Championships | ২টি সোনা-৪টি রুপো-২টি ব্রোঞ্জ! এশিয়ান অ্যাথলেটিক্সে একদিনে ৬টি পদক আনলো টিম ইন্ডিয়া!
highlightKey Highlights

কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে সব মিলিয়ে দু’টি সোনা, চারটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পদক জয় করেছে টিম ইন্ডিয়া।


এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনই সোনা এসেছে ভারতে। মঙ্গলবার ১০ হাজার মিটার রেসে জয়ী হয়ে সোনার পদক এনেছেন গুলবীর সিং। এবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ৬টি পদক এলো দেশে। কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে সব মিলিয়ে দু’টি সোনা, চারটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পদক জয় করেছে টিম ইন্ডিয়া। সবচেয়ে বড় ব্যাপার হল, ভারতীয় মিক্সড রিলে টিম স্বর্ণপদক পেয়েছে। এমন অভূতপূর্ব পারফরম্যান্সের ফলে পদক তালিকায় তৃতীয় স্থানে ভারত। শীর্ষে রয়েছে চিন। দ্বিতীয় স্থানে জাপান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File