PAK YT Channel Ban | ‘ডিজিটাল স্ট্রাইক’! শোয়েব আখতারের চ্যানেল-সহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত!

পহেলগাঁও হামলার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইকে’র পথে হাঁটলো ভারত।
পহেলগাঁও হামলার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইকে’র পথে হাঁটলো ভারত। ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত সরকার। এই তালিকার মধ্যে রয়েছে ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেল সহ একাধিক খবরের চ্যানেলও। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে কেন্দ্র সরকার এই চ্যানেলগুলির বিরুদ্ধে প্রোরোচনামূলক, সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য পেশের অভিযোগ তুলেছে। সামা টিভি, আরে নিউজ, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ এর মতো আরও বেশ কিছু চ্যানেল ব্যান করা হয়েছে।