Indian Cricket Team | দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা "মেন্ ইন ব্লু"-র, ফিরলেন ঋষভ-আকাশদীপ, শিঁকে ছিড়লো না শামির

Wednesday, November 5 2025, 1:41 pm
highlightKey Highlights

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য দল ঘোষণা করল ভারত। আর সেখানেও সুযোগ পেলেন না মহম্মদ সামি।


চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সিরিজ় খেলতে চলেছে "মেন্ ইন ব্লু"। টেস্ট সিরিজের দল ঘোষণা করলো ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ১৫ সদস্যের দল: শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার) (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড্ডিকল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ। চোট সারিয়ে দলে ফিরলেন ঋষভ পন্থ ও আকাশ দীপ। রঞ্জি ট্রফিতে ছন্দে থাকলেও দলে ব্রাত্য শামি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File