India-China | কূটনৈতিক সম্পর্ক শুধরোতে ফের চালু হবে ভারত-চিন বিমান পরিষেবা
Thursday, March 27 2025, 3:05 am

চিন ও ভারত দুই বৃহত্তম প্রতিবেশী। দু’দেশের মধ্যে ফের বিমান চালু করার ব্যাপারে আলোচনা চলছে।
এ বছর ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষ্যে আগামী ১ এপ্রিল বিশ্বভারতীতে সেমিনারে যোগ দিতে আসছেন ২০ জন চিনা পণ্ডিত। রবীন্দ্রনাথের চিন যাত্রা এবং দুদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হবে সেমিনারে। এবছরের মাঝামাঝি কলকাতার অভিনেতা, অভিনেত্রী, নৃত্যশিল্পীদের নিয়ে চিন যাত্রা করবে কলকাতার চিন দূতাবাস। গত অক্টোবরে নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে বিমান পরিষেবা ফের চালুর প্রস্তাব দেন চিনা দূতাবাসের কনসাল জেনারেল সু ওয়েই।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- চিন
- ভারত-চীন সংঘাত
- চীন
- ভারতীয় দূতাবাস
- বিমান পরিষেবা