6th Gen Fighter Jet | থাকবে লেজার সিস্টেম, ড্রোন, ইন্টিগ্রেটেড AI! ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরীর লক্ষ্যে ভারত!

ইউরোপের স্বপ্নের বিমান ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান SCAF/FCAS একসঙ্গে মিলে তৈরী করবে ফ্রান্স, জার্মানি এবং স্পেন। আর ভারত যদি সেই প্রকল্পের অংশ হতে পারে তাহলে কেল্লাফতে!
ইউরোপের স্বপ্নের বিমান ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান SCAF/FCAS একসঙ্গে মিলে তৈরী করবে ফ্রান্স, জার্মানি এবং স্পেন। আর ভারত যদি সেই প্রকল্পের অংশ হতে পারে তাহলে কেল্লাফতে! ভারতীয় বিমান বাহিনীর তুরুপের তাস হয়ে উঠতে পারে এই যুদ্ধবিমান। এই ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটটির গতিবেগ হবে F ৩৫র চেয়েও বেশি। বিশেষজ্ঞদের মতে, এতে ম্যাক ফাইভ বা তার বেশি হাইপারসনিক গতি থাকতে পারে। সেই সঙ্গে বিমানটিতে থাকবে উন্নততর স্টেলথ প্রযুক্তি বৈশিষ্ট্য, ইন্টিগ্রেটেড AI এবং অত্যাধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি, লেজার প্রযুক্তির অস্ত্র।