দেশঅপ্রচলিত শক্তিতে ভারতে বিপুল সম্ভাবনা বিনিয়োগে, কাজ করতে আগ্রহী আমেরিকা
দূষণহীন বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে ভারতে। ভারতের এই সম্ভাবনা নিয়ে এমনই আশার কথা শোনালেন আমেরিকান প্রেসিডেন্টের পরিবেশ সম্পর্কিত বিশেষ দূত জন কেরি। এই সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কাজ করার এবং ভারত সফরে আসার ইচ্ছেপ্রকাশও করেছেন কেরি। উষ্ণায়ন নিয়ে গোটা বিশ্বেই ছড়িয়ে আছে উদ্বেগ।তার উত্তম বিকল্প হল, অপ্রচলিত ও দূষণহীন শক্তি উৎপাদন। ভারতের মতো জনবহুল দেশে এই দূষণ আরও বেশি এবং সেই কারণেই বিকল্প বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা ও ক্ষেত্র রয়েছে ভারতে। এই অপ্রচলিত তথা দূষণমুক্ত শক্তি ক্ষেত্রে আরও নিবিড় ভাবে কাজ করতে আগ্রহী আমেরিকা।
Related topics - - দেশ
- ভারত
- আমেরিকা