IND vs SA | দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি-তে আত্মবিশ্বাসী ভারত, রান তাড়া করবেন গিল-অভিষেকরা

Thursday, December 11 2025, 4:10 am
IND vs SA | দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি-তে আত্মবিশ্বাসী ভারত, রান তাড়া করবেন গিল-অভিষেকরা
highlightKey Highlights

আজ সন্ধ্যা ৭ টায় মুল্লানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে নামছে ভারত।


আজ সন্ধ্যা ৭ টায় মুল্লানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে নামছে ভারত। দুমাস পরেই বিশ্বকাপ। তার আগে প্লেয়ারদের ঝালিয়ে নেবেন গম্ভীর। পরিসংখ্যান বলছে, মুল্লানপুরে প্রচুর রান হয়। শুভমান গিল, অভিষেক শর্মা আর অর্শদীপ সিংয়ের ঘরের মাঠ। দুই ব্যাটার এবার বড়ো রান খেলার টার্গেট নিয়ে মাঠে নামবেন। দলে কোনও বদল হচ্ছে না। জশপ্রীত বুমরাহ আর অর্শদীপের সঙ্গে থাকছেন হার্দিক। শিবম দুবে রয়েছেন। তিন স্পিনার: অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী। ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টসে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File